---Advertisement---

কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন | Create a YouTube Channel 2023

---Advertisement---

ইউটিউব চ্যানেল সম্পর্কে পূর্ণাঙ্গ না জেনে চ্যানেল তৈরি করলে পরবর্তীতে চ্যানেলটি বাতিল হ্ওয়ার আশংকা থাকে। তাই সঠিক উপায়ে ইউটিউব চ্যানেল খোলা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমেই আমরা ইউটিউব চ্যানেল সম্পর্কে জানবো।

ইউটিউব চ্যানেল কি ?

ইউটিউব চ্যানেল হচ্ছে ভিডিও শেয়ার ও দেখার ওয়েবসাইট, যাতে পৃথিবীর সকল প্রান্ত থেকে সব ভাষার ভিডিও আপলোড হয়ে থাকে। এটা সম্পুর্ণ ফ্রি। আর এইসব ভিডি্ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করতে হয়। যারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে তাদেরকে ইউটিউবার বলা হয়ে থাকে।

বর্তমানে ইউটিউব এ ভিডিও আপলোড এর মাধ্যমে আয় করাকে পেশা হিসেবে নেয়া হচ্ছে। তাই বলা যায়, যে মাধ্যম ব্যবহার করে ইউটিউব এ ভিডিও আপলোড করা হয় তা ইউটিউব চ্যানেল হিসেবে পরিচিত।আরো সহজ করে বলা যায়, আমরা প্রতিনিয়ত ইউটিউবে যে ভিডিও দেখি তা কোন না কোন চ্যানেল এর অধীনে আপলোড হয়ে থাকে। চ্যানেল ছাড়া ইউটিউব এ ভিডিও আপলোড করা যায় না।

কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ?

ইউটিউব চ্যানেল এর ব্যাপারে জানার পর কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন সে ব্যাপারে আলোচনা করবো। আপনি চাইলে খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন। তবে বর্তমানে ইউটিউব এর মাধ্যমে আয় করার সুযোগ রয়েছে,এই সুযোগটিকে যদি সঠিক ভাবে কাজে লাগাতে চান তবে আপনার সঠিকভাবে নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম গুলি সম্পর্কে জানা প্রয়োজন।

নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য কতগুলো ধাপ তথা স্টেপ রয়েছে। সঠিকভাবে ধাপগুলো পার হওয়ার মাধ্যমে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তবেই তা ভবিষ্যতের জন্য ফলপ্রসু হবে।

চ্যানেল খোলার স্টেপ বা নিয়ম

আপনি চাইলে দুই ধরণের ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। ব্যক্তিগত ও ব্র্যান্ড হিসেবে ইউটিউব চ্যানেল। ব্যক্তিগত চ্যানেল তৈরি করতে সাধাররণ জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে ইউটিউব্ ওয়েবসাইটে লগইন করে ইউটিউব চ্যানেল তৈরি করা যায়।

ইউটিউব গুগল এর একটি প্রতিষ্ঠান। তাই ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট না থাকে প্রথম কাজ হবে একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা। তারপরেই আপনি ইউটিউব চ্যানেল খোলার কাজ শুরু করতে পারবেন

Step 1 :

ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথম আপনাকে ইউটিউব এর ওয়েবসাইট এ যেতে হবে। আগে থেকেই আপনার জিমেইল অ্যাকাউন্টে লগইন করা থাকলে আপনি সরাসরি ইউটিউবে লগইন করতে পারবেন। যদি জিমেইল অ্যাকাউন্ট লগইন করা না থাকে, আপনি ইউটিউব ওয়েবসাইট এ সাইন ইন অপশনে যাবেন। অতপর আপনার জিমেইল এর আইডি পাসওয়ার্ড দিয়ে ইউটিউব এ লগইন করবেন।

Step 2 :

ইউটিউব এ লগইন করার পর ইউটিউব এর ড্যাসবোর্ড আপনার সামনে আসবে। যার ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে কতগুলো অপশন আসবে। তখন‍ “Setting” অপশনে এ ক্লিক করার মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেল খোলার কাজ শুরু করবেন। এখন আপনি নতুন একটা পেজ পাবেন। যাতে “Your Channel” অপশন দেখা যাবে। ঠিক তার নিচে তিনটি অপশন দেখতে পাবেন। আর তা হলো-

  • Channel Status and Features
  • Create a New Channel
  • View Advanced Settings

তখন “Create a New Channel” অপশনে ক্লিক করলে “Create Your Channel Name” অপশন আসবে। সেখানে আপনার চ্যানেলের নাম দিতে হবে। নাম দেয়ার পরে ক্লিক করলেই আপনার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে। আপনি নাম হিসেবে আপনার নামে অথবা আপনি যে নাম দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে চান তা দিতে পারেন। এটা মূলত ব্র্যান্ড এর নামে হয়ে থাকে।

Note : চ্যানেলের নাম দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন Handle নাম Available আছে কিনা। যদি আপনার চ্যানেলের নামটি Handle নাম হিসেবে Available থাকে তাহলে Handle এর পাশে সবুজ রঙের ঠিক চিহ্নি থাকবে, যেমনটি আপনার উপরের ছবিতে দেখতে পাচ্ছেন।

Step 3 :

এখন আপনার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল। এখন আপনি চ্যানেলকে আপনার মতো করে সাজাতে পারেন, আর এটাকে চ্যানেল কাস্টমাইজ বলা হয়।

1. Layout :

Layout Options এ আপনি যদি চান Basic Customization করতে পারবেন। যেমন –

  1. Channel trailer for people who haven’t subscribed (যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের জন্য একটি সুন্দর ভিডিও সেট করতে পারেন)
  2. Featured video for returning subscribers (যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য সুন্দর ভিডিও সেট করতে পারেন)
  3. Recommendation for your viewers এ “For You” অপশনটি অন রাখলে চ্যানেলের জন্য ভালো হবে।

2. Branding :

Branding অপশনটি খুব গুরুত্বপূর্ণ। এই অপশনটি ক্লক করার পর উপরের ছবির মতো আপনারাও দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের Logo এবং Banner Image সেট করতে পারবেন।

  1. Picture – Picture এ Upload অপশনে ক্লিক করে চ্যানেলের Logo আপলোড করুন।
  2. Banner Image – Banner Image এ Upload অপশনে ক্লিক করে চ্যানেলের Banner Image আপলোড করুন।

এই দুটো প্রক্রিয়া সম্পন্ন হলে উপরে ডান দিকে Publish অপশনে ক্লিক করুন।

Notes : চ্যানেলের Logo এবং Banner Image তৈরি করার জন্য Canva, Pixelab অথবা Photoshop ব্যাবহার করতে পারেন।

3. Basic Info :

Basic Info অপশনটি ক্লিক করার পর উপরের ছবির মতো আপনার সামনে কিছু অপশন দেখাচ্ছে।

  1. Name – আপনি চাইলে এখান থেকে চ্যানেলের নাম পরিবর্তন করতে পারেন অথবা পরবর্তী সেটিং গুলো করুন।
  2. Handle – আপনি চাইলে এখান থেকে চ্যানেলের Handle নাম পরিবর্তন করতে পারেন অথবা পরবর্তী সেটিং গুলো করুন।
  3. Description – এটি চ্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার চ্যানেলের জন্য সুন্দর করে একটি ছোট্ট Description লিখুন এবং শেষে চ্যানেলের নাম #tag এ দিন এতে আপনার চ্যানেল YouTube Search List থাকার সম্ভাবনা বেরে যায়।

Channel এর Destination লেখার ধারণা পাওয়ার জন্য নীচে আমার একটি চ্যানেলের Description দেখুন।

4. Links – এই অপশনটি ক্লক করে আপনি আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যুক্ত করতে পারেন। এতে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলো আপনাদের সাবস্ক্রাইবাররা ফলো করতে পারে।

5. Contact info – এটিও ইউটিউব চ্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Contact Info তে Email অপশনটিতে একটি Gmail / Email যুক্ত করুন। এতে আপনার সাবস্ক্রাইবাররা এবং বিভিন্ন কোম্পানি আপনার সাথে যোগাযোগ করতে পারবে বিভিন্ন ব্রান্ড প্রোমোশনের জন্য।

মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম :

সাধারণত ল্যাপটপ বা ডেস্কটপ এ ইউটিউব চ্যানেল খোলা সহজ। কিন্তু বর্তমানে মোবাইলে ইউটিউব চ্যানেল খোলা যায়। এখন আমরা মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে জানবো।

মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার জন্য ক্রোম ব্রাউজার এ গিয়ে “Desktop Mode” অন করতে হবে। তারপর সাধারণ ইউটিউব চ্যানেল যেভাবে খোলা হয়ে থাকে তা অনুসরণ করতে হবে। সবগুলো ধাপ আমরা উপরে বর্ণনা করেছি। উল্লেখিত ধাপ অনুসরণ করেই মোবাইলে ইউটিউব চ্যানেল খোলা যায়।

এছাড়া ইউটিউব অ্যাপ এর মাধ্যমে মোবাইলে ইউটিউব চ্যানেল খোলা যায়। যদি্ও তা দিয়ে বৃহৎ পরিসরে কোন চ্যানেল তৈরি ও ম্যানেজ করা যাবে না। স্বল্প কাজে ব্যবহার করার জন্য মোবাইলে ইউটিউব চ্যানেল খোলা যেতে পারে।

সে জন্য আপনাকে ইউটিউব অ্যাপে জিমেইল আইডি পাস্ওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। অতপর প্রোফাইল আইকনে ক্লিক করে “Your Channel” অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে। সেটিংস অপশনে গিয়ে আপনার মতো করে তা পরিবর্তন করতে পারবেন।

Join WhatsApp

Join Now
---Advertisement---

1 thought on “কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন | Create a YouTube Channel 2023”

  1. আপনার পরামর্শমূলক আর্টিকেলটি পড়ে উপকৃত হলাম। ভালো লাগলো। আশাকরি ভবিষ্যতে এরকম আরো আরও আর্টিকেল দেবেন। ধন্যবাদ।

    Reply

Leave a Comment