---Advertisement---

ব্লগার ওয়েবসাইটে কীভাবে Sitemap যুক্ত করবেন | How to Add Sitemap to Blogger Website in 2024

---Advertisement---

How to Add Sitemap to Blogger Website in 2024 – আপনাদের যারা Google Blogger এ ওয়েবসাইট খুলেছেন, তাদের Google Search Console এ একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর সমস্যাটি হল Sitemap যুক্ত করা নিয়ে!

প্রশ্ন: Sitemap এর কাজ কি ?

আমরা যখন ওয়েবসাইটে কোনো পোষ্ট লিখি অথবা ওয়েবসাইটে কটা পেজ আছে ইত্যাদি ইত্যাদি Sitemap এর সাহায্যে সেই পোষ্ট, পেজ Google আমাদের ওয়েবসাইটের sitemap এর সাহায্যে track করে। এই কারণে আমাদের ওয়েবসাইটে sitemap যুক্ত করতে হয়।

প্রশ্ন: আমরা কিভাবে আমাদের website এ sitemap যুক্ত করতে পারবো ?

Website এ sitemap যুক্ত করা খুব একটা কঠিন কাজ নয়।
Sitemap আমরা Google Search Console থেকে যুক্ত করি। আপনি যদি Google Search Console এ Account তৈরি করতে না পারেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিও দেখতে পারেন। ভিডিও দেখতে ক্লিক করুন – Click Here

Step – 1

সর্বপ্রথম আপনি আপনার ব্লগার ওয়েবসাইটটি খুলুন।

Step – 2

এবার Settings অপশনটিতে ক্লিক করুন।

Step – 3

কিছুটা নীচের দিকে এসে Crawlers and Indexing অপশনটি পাবেন।
সর্বপ্রথম Enable custom robots.txt অপশনটি on করুন। আপনাদের বুঝাতে সুবিধার জন্য নীচে একটি ছবির দেওয়া হয়েছে।

Enable custom robots.txt অপশনটি on করার পর নীচেই আপনি Custom tobots.txt র আরেকটি আপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করুন। এখন আপনাকে একটি .txt code দিতে হবে। নীচের একটি .txt code দেওয়া হলো code টি কপি করুন এবং your website name এর জায়গায় আপনার ওয়েবসাইটের নামটি দিয়ে custom robots.txt র ঘরে paste করে save করুন।

Copy Text Blow

User-agent: *
Disallow: /search
Disallow: /category
Disallow: /lable
Allow: /
Sitemap: https://www.yourwebsitename/atom.xml?redirect=false&start-index=1&max-results=500

এখানেই আপনার কাজ শেষ হয়নি। এখন আপনার ওয়েবসাইটে নীচে দেখুন আরও কিছু Settings দেখা যাচ্ছে, এগুলো সঠিকভাবে setup করতে হবে।

  1. Home page tags এ ক্লিক করে – all এবং noodp এই দুটি অপশন select করে save করে দিন।

2. Archive and search page tags এ ক্লিক করে – noindex এবং noodp এই দুটি অপশন select করে save করে দিন।

3. Post and page tags এ ক্লিক করে all এবং noodp এই দুটি অপশন select করে save করে দিন।

Google Search Console

এখন আপনার Blogger Website এর settings এর কাজ শেষ। এখন আপনাকে Google Search Console এর Account login করতে হবে। আপনার যদি Search Console এ অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের ভিডিও দেখে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ভিডিও দেখতে ক্লিক করুন – Click Here

আপনি যখন Search Console এ login করবেন তারপর আপনি বাঁদিকে বেশ কিছু অপশন দেখতে পাবেন। ঐ অপশনগুলোর মধ্যে আপনি sitemap বলে একটি অপশন দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন।
তারপর আপনার সামনে একটি অপশন খুলেছে যেখান “enter sitemap url” লেখা আছে।
ওখানে যদি আপনার ওয়েবসাইটের নামের পর ‘/’ থাকে তাহলে শুরু “sitemap.xml” লিখে submit অপশনে ক্লিক করুন।

  • আর যদি আপনার ওয়েবসাইটের নাম না থাকে তাহলে https://your website name /sitemap.xml লিখে submit করে দিন।

এই কয়েকটি step আপনি সঠিকভাবে করতে পারলে সাথে সাথে কিংবা কয়েক ঘণ্টার মধ্যে আপনার ওয়েবসাইটের sitemap যুক্ত হয়ে যাবে।

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a Comment